বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশায় গভীর রাতে একটি রাইছমিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে৷ আজ ভোরে স্থানীয় লোকজন একজনের মৃতদেহ বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অপরজনের মৃতদেহ খুঁটির নিচে পরে আছে দেখতে পায়৷ পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে৷
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে৷ অপরজনের পরিচয় এখনো পায়নি পুলিশ৷ আজমিরীগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (শিবপাশা ফাঁড়ির দায়িত্বে) জয়ন্ত কুমার জানান, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে উঠে দুজনেরই মৃত্যু হয়েছে৷ একজনের পরিচয় পাওয়া গেছে৷ পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা লাইমপাশা গ্রামের কদু মিয়ার পুত্র সোলেমান (৩০)৷ তার নানার বাড়ি শিবপাশায় বলে জানা গেছে৷ তিনি জানান, নিহতের মাকে খবর দিয়েছি,সে আসলে পরে বিস্তারিত আরো জানা যাবে৷ আর অপর মৃতদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি৷
দিপু রাইছ মিলের মালিক শিবপাশা ইউনিয়নের বং গ্রামের বিপলু চৌধুরী জানান, এক সপ্তাহ পূর্বে আমার রাইছ মিলের ১ টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়৷ আর গত রাতে এই দুজন আরো দুটি ট্রান্সফার চুরি করার জন্য এসে খুঁটিতেই মৃত্যুবরণ করেছে৷ তাদের একজনের পরিচয় পুলিশ পেয়েছে অপরজনের এখনো পায়নি৷
আজমিরিগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এই দু'জন নিহত হয়েছেন৷ তাদের একজনের পরিচয় পাওয়া গেছে অন্য জনেরটা এখনো পাইনি৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।