Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর পর এবার করোনায় আক্রান্ত মেয়ে, দোয়া চাইলেন মিথিলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ৪:৫৭ পিএম

বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এমন খবরে তার থেকে আলাদা হয়ে যান সঙ্গে থাকা স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার কন্যা আইরা তেহরীম খান। এবার আইরাও আক্রান্ত হলেন করোনায়। বর্তমানে মায়ের সঙ্গে কলকাতায় রয়েছেন আইরা। আজ বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মিথিলা নিজেই।

মিথিলা মিডিয়াকে বলেন, আইরার গেল তিন দিন জ্বর থাকার পর পরীক্ষা করালে গতকাল বুধবার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে। এদিকে, করোনায় আক্রান্ত মেয়ে আইরা ও স্বামী সৃজিত মুখার্জির বর্তমান অবস্থা নিয়ে এ অভিনেত্রী জানান, দু’জনই এখন আগের চেয়ে ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করে সেজন্য সবাই দোয়া করবেন।

তিনি জানান, বর্তমানে স্বামী এবং কন্যা দু’জনের কাছ থেকেই আলাদা থাকছেন। তবে দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ