Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণে গাজা ও ইয়াবা সহ আটক ২

কলাপাড়া (পটুয়াখালী ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ৪:৩৮ পিএম

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১ কেজী ৯৪০ গ্রাম গাজা ও ১০ পিচ ইয়াবা সহ ২ জন মাদক কারবারী কে আটক করা হয়েছে।বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গভীট রাতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়েরের নির্দেশক্রমে মহিপুর থানার এস আই মান্নান ,এস আই বেল্লাল,এ এস আই সুলাইমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মহিপুরের কাটপট্টি এলাকা থেকে১০ পিচ ইয়াবা সহ মহিপুর গ্রামের আব্দুস ছত্তারের ছেলে একাধিক মাদক মামলার আসামি নিজাম (৩৫) কে গ্রেফতার করা হয়।আপর এক অভিযানে মহিপুর থানার এস আই সাইফুল ইসলাম ও এস আই রাসেল হোসাইনের নেতৃত্বে বুধবার রাত ২ টায় মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ -পশ্চিম কোন থেকে ১ কেজী ৯৪০ গ্রাম গাজা সহ বিপিনপুর গ্রামের আব্দুর রশিদ (৪৫) কে আটক করা হয়।মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো:আবুল খায়ের বলেন আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মহিপুর থানা এলাকাকে যাতে কেউ মাদকের রুট হিসেবে ব্যবহার না করতে পারে সেই ব্যাপারে সর্বদা তৎপর মহিপুুর থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ