বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর ডোমারে ৫ম দফায় ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে বাংলাদেশ আ"লীগ মনোনীত নৌকা প্রতিকের ভরাডুবি হয়েছে।
বুধবার(৫ই জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে সমাপ্তি হলো ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ।
ডোমার উপজেলায় ১০টি ইউনিয়নে নৌকা প্রতিক প্রাপ্ত প্রার্থীদের অনেকেরই এলাকায় তেমন একটা গ্রহণ যোগ্যতার পাশাপাশি এলাকায় জনগণের সাথে সম্পৃক্ততা না থাকা ব্যক্তিদের মনোনয়ন দেয়ার কারণে আজকে নৌকার ভরাডুবির মূল কারণ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগ আজকে মনোনয়ন বানিজ্যের সাথে কতিপয় অসাধু নেতাদের কারণে অযোগ্য ও এলাকার মানুষের সাথে সম্পৃক্ত নাই এমন প্রার্থীকে সিলেকশন করে নৌকা প্রতিক দিয়েছে বলেই আজকে নৌকার ভরাডুবি হয়েছে। যেমনটি উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে ১১হাজার ২শত ৯২ ভোট কাষ্ট হয়েছে, এর মধ্যে কেতকীবাড়ী ইউনিয়ন আ"লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন নৌকা প্রতিক নিয়ে ৯টি ওয়ার্ডে সর্বমোট ভোট পেয়েছেন ১শত ৮৮টি, পাশাপাশি ভোগডাবুড়ী ইউনিয়নে ভোট কাষ্ট হয়েছে ২১হাজার ১শত ৬৮টি এর মধ্যে ভোগডাবুড়ী ইউনিয়ন আ"লীগের সভাপতি হাফিজুর রহমান বকুল নৌকা প্রতিক নিয়ে ৯টি ওয়ার্ডে ভোট পেয়েছেন ৫শত ৪২টি।
উপজেলার দশটি ইউনিয়নে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৬শত ৯৭টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ৫ হাজার ৮শত ৪১ভোট।
২নং কেতকীবাড়ী ইউনিয়নে অটোরিক্সা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম রোমান ৩ হাজার ৪ শত ৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব হাসান প্রধান তিনি পেয়েছেন ৩ হাজার ৪শত ৩৭ ভোট।
৩নং গোমনাতী ইউনিয়নে মোটরসাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আহমেদ ফয়সাল শুভ ৪ হাজার ৮শত ১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তহিদুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১শত ৭৪ ভোট।
৪নং জোড়াবাড়ী ইউনিয়নে অটোরিক্সা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাখওয়াৎ হাবিব বাবু ৩ হাজার ৪ শত ৩১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আ"লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে ইউনিয়ন আ"লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক পেয়েছেন ৩ হাজার ৩শত ১৩ ভোট।
৫নং বামুনিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতিক নিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমিনুর রহমান ৩ হাজার ৮শত ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান বুলেট আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭শত ৫৮ ভোট।
৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্টো তিনি ৫ হাজার ১শত ৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আ"লীগের নৌকা প্রতিক নিয়ে ইউনিয়ন আ"লীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম এমদা তিনি পেয়েছেন ৪ হাজার ৩শত ৩৩ ভোট।
৭নং বোড়াগাড়ী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রিমুন ১০ হাজার ২শত ৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আ"লীগের নৌকা প্রতিক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ"র সহধর্মিণী ও উপজেলা আ"লীগের আইন বিষয়ক সম্পাদক জেবুন্নেছা আকতার জেবা তিনি পেয়েছেন ৭ হাজার ৮শত ৬০ ভোট।
৮নং ডোমার সদর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে ৪ হাজার ১শত ৫৪ ভোট পেয়ে মাসুম আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাফিজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৫শত ৯৪ ভোট।
৯নং সোনারায় ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে গোলাম ফিরোজ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি পেয়েছেন ৩ হাজার ৭শত ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম সরকার তিনি পেয়েছেন ২ হাজার ৮ শত ৮৯ ভোট।
১০নং হরিণচড়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে ৪ হাজার ২শত ৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাসেল রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান আজিজুল ইসলাম তিনি পেয়েছেন ৪ হাজার ১শত ২৫ ভোট।
১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।