Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার ২ আসামী নিহত।

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার আতাইকুলায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ জন ডাকাত নিহত হয়েছে। নিহত বিপুল (৪৫), মদন (৩৭) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শাহাজাহান মাষ্টার হত্যা মামলার আসামী ছিল।

র‌্যাবের দাবি, গয়েশবাড়ী এলাকায় একটি বাড়িতে চরমপন্থি দলের কয়েকজন ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই স্থানে শুক্রবার ভোর আনুমানিক ৪টার অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে । র‌্যাবও পাল্টা গুলি চালায় । এতে ২ জন নিহত হয়।

র‌্যাব কমান্ডার বীনা রানী দাশ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিহতদের পরিচয় নিশ্চিত করেন। নিহতরা হলো, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আফফাছ ওরফে আব্দুল্লাহ’র পুত্র বিপুল (৪৫) , একই উপজেলার বাইকশা গ্রামের মোতালেব মিস্ত্রীর পুত্র মদন (৩৭)। আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, নিহত ২ জন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী । হত্যাসহ একাধিক অপরাধমূলক মামলার আসামী ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ