Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরের ১১টি ইউপির নির্বাচনে আওয়ামী লীগের ৩, বিদ্রোহী ৭ ও স্বতন্ত্র ১ জন বিজয়ী

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১০:৫৯ পিএম

বুধবারে ৫ম ধাপের নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুরের ১১ টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের ৩, বিদ্রোহী ৭ ও স্বতন্ত্র ১ জন বিজয়ী হয়েছে।

নলডাঙ্গা উপজেলার ৫ ইউনিয়নে স্থানীয় ভাবে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের ১ জন, বিদ্রোহী ৩ জন ও বিএনপির স্বতন্ত্র ১ জন প্রার্থী বিজয়ী হয়েছে। ১নং ব্রহ্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার এস এম আশরাফুজ্জামান মিঠু ৬৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর বিদ্রোহী ঘোড়া মার্কার রইস উদ্দিন পেয়েছেন ৪৪০১ ভোট। ২নং মাধনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কার আব্দুল জব্বার মৃধা ৫৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমজাদ দেওয়ান পেয়েছেন ৪১৮৩। ৩নং খাজুরা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার মোঃ সোহরাব হোসেন ৬১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জহুরুল ইসলাম আনারস মার্কায় পেয়েছেন ৫৯৬৩ ভোট। ৪ নং পিপরুল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার মোহাম্মদ আলী ৫৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান কলিম উদ্দিন পেয়েছেন ৫৩৬৫ ভোট। ৫নং বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার মোঃ শাহজাহান আলী ৬১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী তৌহিদুর রহমান লিটন পেয়েছেন ৫৬১১ ভোট। নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাছাড়া নাটোরের গুরুদাসপুরে ৬টি ইউপি নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন যারা। ১ নং নাজিরপুর ইউনিয়নের মোটর সাইকেল প্রার্থী মো. আইয়ুব আলী, ২ নং বিয়াঘাট ইউনিয়নের মোটর সাইকেল প্রার্থী মিজানুর রহমান সুজা, ৩নং খুবজীপুর ইউনিয়নের নৌকা প্রার্থী মনিরুল ইসলাম দোলন, ৪ নং মশিন্দা ইউনিয়নের ঘোড়া প্রার্থী আব্দুল বারী, ৫ নং ধারাবারিষা ইউনিয়নের নৌকা প্রার্থী মো. আব্দুল মতিন, ৬ নং চাপিলা ইউনিয়নের মোটরসাইকেল প্রার্থী মো. মাহাবুবুর রহমান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ