Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মানতে প্রচারাভিযান ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৫:১১ পিএম

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে জনগণকে মাস্ক পরাতে ও স্বাস্থ্যবিধী মানতে প্রচারাভিযানে নেমেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।বুধবার (৫জানুয়ারি) সকাল ১১-১টা এপযন্ত নির্বাহী অফিসার সাপ্তাহিক বড়ইছড়ি বাজারে আগত পথচারী, ক্রেতা, বিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করেন এবং করোনা বিষয়ে সচেতন করতে প্রচারাভিযান চালান।

একই সাথে ইউএনও ভ্রাম্যমান আদালতে সড়ক আইনে ২০১৮ এর ৬৬ ও ৭২ধারায় মোটর সাইকেল আরোহীদের হেলমেট, লাইসেন্স,ও রেজিস্ট্রেশনবিহীন যান চলাচল করার দায়ে জরিমানা আদায় করা হয়। ৬ টি মামলায় ২ হাজার ৯শত টাকা এবং প্রকাশ্য উন্মুক্ত স্থানে ধূমপান করায় একজনকে ৫০টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৭টি মামলা দায়ের করা হয়।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মো সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ