Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিএনপির সমাবেশে পুলিশের বাধা আটক ৪৪ নেতা কর্মী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৫:০৯ পিএম

নগর বিএনপির মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশের পাল্টা ধাওয়ায় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এতে পুলিশের ৪ সদস্যসহ ২০জন আহত হয়েছে। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ পুলিশ অন্তত ৪৪ জনকে আটক করেছে। ’গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনের পাশাপাশি নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার কথা ছিল।

বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু হয়। পুলিশের অভিযোগ মাত্র ২০ মিনিট পর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে বিএনপির কর্মীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ