Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধাওয়া পাল্টা ধাওয়া ও কিছু অভিযোগের মাধ্যমে পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়ের ভোটগ্রহণ সম্পন্ন।

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৪:৩১ পিএম

ধাওয়া পাল্টা ধাওয়া ও কিছু অভিযোগের মাধ্যমে পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২ ইউনিয় ভোটগ্রহণ সম্পন্ন।
সারা দেশের ন্যায় বুধবার (০৫ জানুয়ারি) সকাল থেকে প্রশাসনের কড়া নিরাপত্তার মাঝে ভোলার ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহন শুরু হয়। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। তার কিছুক্ষন পরই চরসামাইয়া ইউসিয়নের ৩, ৭, ৯ নং কেন্দ্র থেকে ইসলামী আন্দোলনের হাত পাখা প্রার্থীর এজেন্ট বের করে দেয়া,নৌকা মার্কা প্রাথীর পক্ষে সামনে সিল মারার অভিযোগ করেন প্রার্থী মাওলানা তরিকুল ইসলাম তারেক। তার অভিযোগের প্রেক্ষিতে ৭ নং কেন্দ্রে গিয়ে দেখা যায় হাত পপাখা প্রার্থীর কর্মী আনোয়ার নামে এক এজেন্টকে পিটিয়ে আহত করা হয়ে এবং সহিংসতার কারনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান প্রিন্স নৌকা মার্কার একজনকে আটক করে রাখে। অন্যদিকে পূূব ইলিশা ৫ নং কেন্দ্রে নৌকা মার্কা এ স্বতন্ত্র প্রার্থীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে, ভেলুমিয়ায় ইউনিয়নে ২ নং কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে শহিদুল নামে ১ মেম্বার প্রার্থীকে কুপিয়ে জখম,রাজাপুর ইউনিয়ন,দক্ষিন দিঘলদি সহ বিভিন্ন কেন্দ্রে কিছু সংঘর্ষের খবর পাএয়া গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৭ জন ও পুরুষ সাধারণ সদস্য পদে ৫৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ ইউপির মধ্যে আলীনগর, শিবপুর ও ভেদুরিয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং অন্যগুলোতে ব্যালটে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ১১৬ জন এবং নারী ১ লাখ ৪০ হাজার ৫৭০ জন।

রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, ভেদুরিয়া ও ভেলুমিয়ার সব কেন্দ্রকে ঝূঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়নের কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তার পাশাপাশি এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র এবং আশপাশের এলাকায় টহলে রয়েছে বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড ও পুলিশ। পাশাপাশি দায়িত্ব পালণ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম।
ভোলা সদর উপজেলার রির্টানিং অফিসার মিজানুর রহমান খান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে মঙ্গলবার বিকেল থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ