Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের নুতন ডিসি মজিবর রহমান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৩:৫২ পিএম

বদলি হলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ বুধবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একসাথে সিলেটসহ ১৩টি জেলায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন ডিসি । ঝিনাইদহের ডিসির দায়িত্বে থাকা মো. মজিবর রহমানকে বদলি করে ডিসি করা হয়েছে সিলেটের। এম কাজী এমদাদুল ইসলাম ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ২১ ব্যাচের এই কর্মকর্তাকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, সিলেট ছাড়াও নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে আজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ