Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ছাত্রলীগের কর্মীর হাতে ভোট কেন্দ্রে লাঞ্চিত এক পুলিশ কনেস্টবল !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৩:৩৬ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলামকে (৫০) লাঞ্চিত করেছেন নৌকা প্রার্থীর এজেন্ট ছাত্রলীগ কর্মী আনিসুল ইসলাম (২৪)। আজ বুধবার (৫ জানুয়ারি) দুপুরে গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ভোট কেন্দ্রে এ অভিযোগ প্ওায় গেছে।

নৌকার মনোনীত প্রার্থী আজিম মাহমুদের এজেন্ট ছাত্রলীগ কর্মী আনিসুল ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে নানাভাবে বিরক্ত করছিলেনরভোটারদের। এতে কেন্দ্রের ভেতরে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আখলাকুর রহমান প্রতিবাদ করলে তর্ক জড়ান আনিসুল। এক পর্যায়ে মারধর করেন তাকে। পরে স্কুলে থাকা প্রিসাইটিং অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মিমাংসা করে দেন বিষয়টি।

পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলাম জানান, বলেন, শেষ বয়সে এক যুবক এত মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করল। এটা আসলে খুব লজ্জাজনক। গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রিসাইটিং অফিসার দেবব্রত চক্রবর্তী বলেন, নৌকার এজেন্ট ও দায়িত্বরত পুলিশের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, তাৎক্ষণিক বিষয়টি মিমাংসা করে দিয়েছি আমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ