Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইভীর সঙ্গে ডিসি-এসপির দেড় ঘণ্টার বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১১:৩৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম মধ্যে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা জেলা প্রশাসকের রুমে ওই বৈঠক চলে। সন্ধ্যা ৭টায় বের হয়ে আসেন মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

গণমাধ্যমকর্মীদের এসময় তিনি জানান, এটি রুটিন বৈঠক। আমার ঠাণ্ডা, গলা ব্যথা। কথা বলতে পারছি না। এর বেশি তিনি কিছু বলতে চাননি। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, এরকম বৈঠক সব প্রার্থীর সাথে হচ্ছে এবং হবে। নির্বাচনী আচারণ বিধি ও নীতিমালা মেনে চলা এসব বিষয় নিয়েই প্রার্থীদের সাথে বৈঠক চলছে। এটি একটি চলমান রুটিনমাফিক প্রক্রিয়া। বুধবারও প্রার্থীদের সাথে এভাবেই বৈঠক হবে।



 

Show all comments
  • Aminul islam ৫ জানুয়ারি, ২০২২, ৮:২১ এএম says : 0
    আমার প্রয়োজন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ