Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাঁদাবাজির নয়া কৌশল সাপাস্ত্র

বগুড়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

পিস্তল ও রিভলবারকে বলা হয় আগ্নেয়াস্ত্র। দেশের আইন শৃঙ্খলা এবং মানুষের জানমান রক্ষা ও অপরাধী দমনে এর ব্যবহার করে আইন শৃঙ্খলাবাহিনী।
আবার ছিনতাই, ডাকাতি বা চাঁদাবাজির কাজেও ব্যবহার হয় আগ্নেয়াস্ত্র। তেমনিভাবে ইদানিং সার্কাসের হাতি বা জঙ্গলের সাপও প্রকাশ্যেই ব্যবহার হচ্ছে চাঁদাবাজির কাজে। প্রকাশ্যে রাস্তায় রাস্তায় হাতি ঘুরিয়ে যানবাহন ও পথচারীদের আটকে চাঁদা আদায় করা এখন স্বাভাবিক ব্যাপার। এটা লাভজনকও বটে। একইভাবে সাপ হাতে নিয়ে বা গলায় ঝুলিয়ে বেদে পল্লীর মেয়েরাও পথচারী আটকে ও রাস্তার পাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আদায় করছে চাঁদা। ভুক্তভোগিরা বলেন, আগে এই বেদেনিদের হাতে ৫-১০ টাকা ধরিয়ে দিয়ে রেহাই মিলতো। এখন ৫০ -১০০ টাকায় মন ভরেনা ওদের। কিছু বললে বেদেনিরা বলে, কি করে খাবো স্যার? সাপকেও দুধ কিনে খাওয়াতে হয়। বেদেনিদের এই কৌশল সাপাস্ত্রের সফল প্রয়োগ বলে মনে অনেকে ।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এসব শাস্তিযোগ্য অপরাধ বলে জানান স্থানীয় প্রশাসন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ