রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘আমি জীবনে যত ভুল করেছি সব আমার ভুল সরি’ ফেসবুকে এমন স্টাটাস দিয়ে দুই ঘণ্টার মধ্যে গলায় ফাঁস দিয়ে মো. নুরুল আফসার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত সোমবার দুপুরে গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আফসার গুইমারার মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে। সে চলতি বছর গুইমারা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জানা যায়, মা-বাবার অনুপস্থিতিতে মুসলিমপাড়ায় নিজ বাড়ির পেছনে গাছের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যার করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে, স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম পরিবারের বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা রকম মানসিক সমস্যা ও মৃগি রোগে ভুগছিল মো. নুরুল আফসার। এ কারণেই আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুইমারা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।