Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির ৩১ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

নাটোরে বিএনপির ৩১ জন নেতাকর্মিকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক শরিফ উদ্দিন শুনানি শেষে উপস্থিত ৮০ জনের মধ্যে ৪৯ জনের জামিন মঞ্জুর করেন এবং ৩১ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। নাটোরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার মামলায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরীসহ তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২২ নভেম্বর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। ঐ সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়। পরে ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ বিএনপি নেতা কর্মীকে আসামি করে ২৩ নভেম্বর সকালে নাটোর সদর থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ