Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

মাছের পেটে চেইন

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা
নাটোরের সিংডা উপজেলার ডাহিয়া ইউপির বিয়াস মিস্ত্রিপাড়ায় মাছের পেট কেটে চারআনা ওজনের স্বর্ণের একটি চেইন পেয়েছেন চন্দনা রানী নামে এক গৃহবধূ। চন্দনা রাণীর স্বামী সুশান্ত কুমার সরকার পেশায় একজন স্বর্ণকার।
সুশান্ত সরকার জানান, গত সোমবার সকালে বাজার থেকে তিনি দুটি রুই মাছ কিনে বাড়িতে আনেন। মাছ কাটার পর একটি মাছের পেট থেকে একটি স্বর্ণের চেইন পান তার স্ত্রী চন্দনা রানী। চেইনটি পরে ওজন করে দেখা যায চারআনা। সুশান্তের স্ত্রী চন্দনা রানী জানান, মাছের পরিত্যক্ত অংশ ফেলতে গিয়ে তিনি নাড়ির মধ্যে চেইনটি জড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান বলে জানিয়েছেন।


খামার পরিদর্শন
বাগেরহাট জেলা সংবাদদাতা
ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজজন খামারের উন্নয়ন প্রকল্প পরির্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান। গতকাল মঙ্গলবার সকালে তিনি ফকিরহাটে শুদাড়ায় অবস্থিত এই মহিষ প্রজনন খামারের বিভিন্ন উন্নয়নমূল কর্মকান্ড সরেজমিনে পরিদর্শন করেন। এসময় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, মহিষ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ডা. মো. মহসিন তরফতার রাজু, মহিষ প্রজনন খামারের সহকারী পরিচালক ডা. মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষ জেলা প্রশাসক মো. আজিজুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের একমাত্র মহিষ প্রজজন খামারের উন্নয়নে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। প্রকল্পের কাজ শেষ হলে এই মহিষ প্রজজন খামারের ব্যাপক উন্নয়ন হবে।

 


পরিচ্ছন্নতা কার্যক্রম
মৌলভীবাজার জেলা সংবাদদাতা
মৌলভীবাজার পৌর এলাকায় মশার বংশ বিস্তার রোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ১নং ওয়ার্ডের সরকারি কর্মকর্তাদের বাস ভবনের সম্মুখ থেকে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মো. ফজলুর রহমান। উপস্থিত ছিলেন কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, নারী কাউন্সিলর জিমি আক্তারসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পৌর মেয়র বলেন, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর নাগরিকের সুবিধার্থে পরিস্কার পরিচ্ছন্নতা ও মেশিন দিয়ে ঔষধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হলো। এটি একটি চলমান প্রক্রিয়া। ক্রমান্বয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই জীবানুনাশক স্প্রে ছিটানো হবে।


টিকাদান উদ্বোধন
বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বরগুনার বামনা উপজেলায় ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উপজেলা পরিষদ হল রুমে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, বামনা থানার ওসি (তদন্ত) মো. আবুল হোসেন শরীফ, সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান সবুজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াজুল ইসলাম, মাধ্যমিক কমকর্তা মো. ওমর ফারুক ভুইয়া। পরে প্রায় ৭০০ শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ