Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে এলাকা থেকে বিতাড়িত দুই মেম্বার প্রার্থীর সংবাদ সম্মেলন

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৮:৪২ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার রাতে গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুই মেম্বার প্রার্থী আসাদ শেখ (মোরগ প্রতীক) ও সাইদুল ইসলাম (তালা প্রতীক)।

তারা তাদের প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী বদরুল ইসলাম ঢালীর (ফুটবল প্রতীক) বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড করে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করেছে ও ৫ জানুয়ারির নির্বাচনে কেন্দ্র দখলের পায়তারা করছে।

তারা আরো বলেন, বদরুল বাহিনী তাদের নির্বাচন ছেড়ে এলাকায় ছাড়া হুমকি দেন। এতে তারা নির্বাচন সুষ্ঠু নিয়ে শঙ্কিত ও আতংকিত। ফলে দুই মেম্বার প্রার্থী সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ