Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে অফার ফিরিয়ে দেন আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম


আয়ুষ্মান খুরানা পরপর অনেকগুলো হিট বা প্রশংসাযোগ্য উপহার দিয়ে দর্শকদের। এজন্য তার সতর্ক বাছাই করার সিদ্ধান্তই সবচেয়ে ভাল কাজ দেয়। তিনি জানিয়েছেন কোন পরিস্থিতিতে তিনি ফিল্মের অফার ফিরিয়ে দেন। একটি সংবাদ সংস্থাকে অভিনেতা বলেন, ‘যা খুব চিরাচরিত, সাদামাটা, এবং পুনরাবৃত্তিমূলক, এমন কাহিনীকে আমি সরাসরি ‘না’ বলে দিই।’ ২০১২’র ‘ভিকি ডোনার’ ফিল্মটি দিয়ে বলিউডে আয়ুষ্মানের অভিষেক হয়েছিল। তাপর তিনি একে একে ‘দাম লাগা কে হাইশা’, শুভ মঙ্গল সাবধান’, ‘বারেলি কি বরফি’, ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘বালা’, ‘ড্রিম গার্ল’ আর সর্বশেষ ‘চÐীগড় কারে আশিকি’ ফিল্মগুলোতে অভিনয় করেন। তিনি জানান চরিত্র বা ভূমিকা নয় তিনি কোনও ফিল্মকে সায় দেয়ার জন্য কাহিনীকে অগ্রাধিকার দেন। ‘আমার জন্য বরাদ্দ চরিত্রে থেকে আমি কাহিনীকে প্রাধান্য দিয়ে থাকে। কাহিনীটি অনন্য হতে হবে যেটি হিন্দি ফিল্মে আগে দেখা যায়নি এবং যে কাহিনী দু’ঘণ্টা দর্শকদের পর্দায় আটকে রাখবে, এতে কিছু বলার জন্য থাকবে। কাহিনীর শেষে কিছু মূল্য থাকবে,’ তিনি বলেন। আয়ুষ্মানের হাতে এখন ‘অনেক’, ‘ড. জি’ এবং অ্যাকশন হিরো’ ফিল্মগুলো আছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ