বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের উপকন্ঠে নদীর তীরে উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড এবং নৌ পুলিশের মোহনপুর ইউনিটের সম্বন্বিত অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার(৪ জানুয়ারী) ভোরে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫হাজার ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
অভিযানের সময় কোস্ট গার্ড এর চাঁদপুর বেস এর স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান উপস্থিত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার ভোর হতে অভিযানে নামেন উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড এবং নৌ পুলিশের মোহনপুর ইউনিট। অভিযান চলে বেলা ১০ পর্যন্ত। এ সময় ১৫হাজার ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। যার মূল্য ১৩ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা। জব্দকৃত ডিজেল কোস্ট গার্ডের হেফাজতে দেওয়া হয়।
উপজেলার নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান জানান, অভিযান পরিচালনা করে আমরা ১৩ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ১৫হাজার ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছি। যে কোন অবৈধ জিনিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আইনের বাহিরে কোন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।