বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের ঝিকরগাছায় আলিনা জুট মিলস্ লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। এসময় শ্রমিক, ম্যাকানিক ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঝিকরগাছার সাগরপুর গ্রামে অবস্থিত আলিনা জুট মিলস্ লিমিটেডের ২নং ইউনিটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিলের মধ্যে অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি দিয়ে শ্রমিক ও ম্যাকানিকরা আগুন নিভানোর সর্বোচ্চ চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের ঝিকরগাছার দুটি ইউনিট ও যশোরের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মিলের আনুমানিক ৪০ টন হ্যাসিয়ান ক্লাথ, ১৫টি ম্যাশিনসহ ইউনিটের প্রায় সব জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। শ্রমিকরা কিছু হ্যাসিয়ান ক্লথ উদ্ধার করে। অগ্নিকান্ডে মিলের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
মিলের ফ্লোর সুপারভাইজার জয়নাব আক্তার নীলা জানান, সকালে মিলের ২নম্বর ইউনিটে হঠাৎ আগুন ধরে যায়। ১/২ মিনিটের মধ্যে মিলের আগুন ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা দিকবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। কিছু শ্রমিক ও ম্যাকানিক মিলের মধ্যে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পাশের খাল থেকে পানি তুলে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
মিলের ব্যবস্থাপক মাহাফুজুল ইসলাম জানান, ভয়াবহ অগ্নিকা-ে মিলের অনেক ক্ষতি হয়েছে। আনুমানিক ৪০ টন হ্যাসিয়ান ক্লাথ, ১৫টি ম্যাশিনসহ ইউনিটের প্রায় সব জিনিসপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।