Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সপরিবারে করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৪:৩১ পিএম

তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতা বাবুল সুপ্রিয়। এবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়র বাবা সুনীলচন্দ্র বড়াল এবং স্ত্রী রচনা। তার কর্মচারীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। আজ (মঙ্গলবার) টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন বাবুল।

টুইট করে বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘‌আমি, আমার স্ত্রী, বাবা, একাধিক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। এই নিয়ে আমার তৃতীয়বার। প্রথমবার ২০২০ সালের নভেম্বরে, যখন আমি আমার মাকে হারিয়েছিলাম। দ্বিতীয়বার ২০২১ সালের এপ্রিলে। এবার ফের হল। যদিও খুব একটা চিন্তিত নই।’‌

বাবুল সুপ্রিয় এ নিয়ে তৃতীয়বার আক্রান্ত হলেও তার বাবা ও স্ত্রী এ নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন। বাবার ৮৪ বছর বয়স হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বাবুল।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে বাবুলের বাবা ও মা সুমিত্রা বড়াল করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৯ ডিসেম্বর তার মায়ের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ