Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ১৫ হাজার লিটার চোরাই বিটুমিন উদ্ধার গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ৪:১৯ পিএম

চট্টগ্রামের সীতাকু- থানার বাংলাবাজার এলাকা থেকে ১৫ হাজার ৪৫০ লিটার চোরাই বিটুমিনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার তিনজন হলেন- মোঃ ইরফান (২৩), মোঃ ইসরাফিল হাসান (২৩) ও মোঃ শাহআলম (৬২)। র‌্যাব জানায়, গত কয়েক বছর থেকে বিটুমিন চোরাকারবারীর একটি সিন্ডিকেট সরকারী এবং বেসরকারী বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চোয়ারাইকৃত তেল কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছে বলে জানা যায়। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব চোরাকারবারীদের গ্রেফতারের লক্ষে বিষয়টির উপর ব্যাপক অনুসন্ধান চালায়। অনুসন্ধানের একপর্যায় সীতাকুন্ড থানাধীন বাংলাবাজার এলাকার সুকতার মোড়ে মোঃ ইরফানের একটি অবৈধ বিটুমিন ডিপো আবিষ্কার করে। উক্ত ডিপোর চারপাশ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। সেখান থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৪৫০ লিটার চোরাইকৃত বিটুমিন উদ্ধার করা হয়। এছাড়া ডিপো থেকে কয়েকটি বৃহদাকার লোহার তৈরী ট্যাংক, গ্যাস সিলিন্ডার, বিটুমিন সরবরাহের পাইপসহ বিপুল সরঞ্জামাদি আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ