বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শুধু শ্লোগানে নয় বঙ্গবন্ধু কে হৃদয়ে ধারন করতে হবে। শিক্ষা শান্তি প্রগতি ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগ। ১৯৪৮ সালে আওয়ামীলিগের আগে বাঙালির হৃদয়ের উত্তাপ থেকে জন্ম নিয়েছিল এ সংগঠন। মঙ্গলবার (৪ জানুয়ারি) ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভিসি প্রফেসর ড গোলাম সাব্বির সাত্তার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু নিজ হাতে এই দলটির জন্ম দিয়েছিলেন। ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু সবসময় ছাত্রলীগের উপর নির্ভর করতেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ বিনার্মানে যে কাজ করছে তার সারতি হবে ছাত্রলীগ। আগামী সোনার বাংলা বিনার্মাণে ছাত্রলীগ মূখ্য ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীনব্যাপী নানা কর্মসূচি পালনে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনের দলীয় টেন্ট থেকে দুপুর ১২টায় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুনরায় সেখানে এসে র্যালীটি শেষ হয়।
এর আগে সকাল সাড়ে ৭ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে এ কর্মসূচি শুরু হয়।
পরে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড.সুলতান-উল-ইসলাম, অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুর, প্রক্টর(ভারপ্রাপ্ত) লিয়াকত আলী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন, হাবিবুল্লাহ নিক্সন, মেজবাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক এনায়েত হক রাজু, মেহেদী হাসান মিশুসহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।