বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার অভিযোগে অনিক ও তার স্ত্রী আসমানী আক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এ সময় একটি টর্চার সেল থেকে মানসিক ও শারীরিক নির্যাতনের বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, শাহারুখ করিম অনিক (৩২) ও স্ত্রী আসমানী আক্তার (২৫)সহ আরও ৪/৫ জনের একটি সংঘবদ্ধ চক্র প্রথমে নগরীর বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করতেন। পরে তাদের সঙ্গে পরিচিত হয়ে বিভিন্ন কৌশলে প্রেমের ফাঁদে ফেলে নিজেদের আস্তানায় নিয়ে যেত। পরে সেখানে জিম্মি করে অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো। পাশাপাশি হত্যার ভয় দেখিয়ে অর্থ আদায়, স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণসহ বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত এই চক্রটি।
এ সংক্রান্ত বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গত রোববার রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান চলাকালে তাদের নিজ বাসার ৬ষ্ঠ তলায় একটি টর্চার সেলের সন্ধান পায় র্যাব। সেল থেকে দুটি চাপাতি, ইলেকট্রিক শর্কের তার, মাদক সেবনের সরঞ্জামাদি, হাতুড়ি, ছুরি, স্ট্যাম্প, ভিডিও ধারণের দুইটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে টাকা আদায় ও নির্যাতনের কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে র্যাব-১৩।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।