Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন শুক্রবার

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১০:০৯ পিএম

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রাঙ্গণে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হইবে আগামী ৭ জানুয়ারি শুক্রবার। এশিয়ার বৃহত্তম এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা ইতিমধ্যে অনেকে এসে পড়েছেন। এই সম্মেলনকে ঘিরে বর্তমানে মাদ্রাসা সাজ সাজ রব হয়ে উঠে। শুরু হয়েছে প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষার্থীদের কোলাহল। শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের এই সম্মেলনকে ঘিরে দেওয়াল লিখন ও ম্যাগাজিন প্রকাশ সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। সম্মেলনের প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে শিক্ষার্থীরা । দেশ-বিদেশের মাদ্রাসার প্রাক্তন ছাত্ররাও ইতিমধ্যে প্রায় এসে গেছে। সাবেক হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ও হাফেজ জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর এই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বার্ষিক সম্মেলনে দেশ-বিদেশের বহু উলামায়ে একরাম তসরিফ আনবেন বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ