রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তথ্য গোপন করে গাড়ি বিক্রির অভিযোগে খুলনার জয় ড্রিমকার নামক প্রতিষ্ঠানতে ২ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত রোববার দুপুরে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ ৬২ হাজার ৫০০ টাকা অভিযোগকারী গাড়িটির ক্রেতা বাগেরহাটের আইনজীবী অ্যাড. শাহীন সিদ্দিকীকে বুঝিয়ে দেয়া হয়।
বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বাগেরহাটের অধিবাসী শাহীন সিদ্দিকী তথ্য গোপন করে গাড়ি বিক্রয়ের অভিযোগ এনে খুলনায় অবস্থিত জয় ড্রিম কার এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শাহীন সিদ্দিকী গত ২০২১ সালের মে মাসে একটি সেকেন্ডহ্যান্ড প্রাইভেটকার ক্রয় করেন। বিক্রয়ের সময় দোকানের শোরুম থেকে গাড়ির মাইলেজ ৫,০০০ কিমি উল্লেখ করা হয়। কিন্তু শাহীন সিদ্দিকী বিআরটিএ তে গাড়ির রেজিস্ট্রেশন করাতে গিয়ে দেখেন গাড়ির মাইলেজ ১৩,০০০ এর বেশি এবং মডেল ২০১৫ এর বদলে ২০১৪। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই করতে দু’পক্ষকে শুনানির নোটিশ প্রদান করা হয়। শুনানিতে সকল তথ্য উপাত্ত যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৪৫ ধারায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। গত রোববার দুপুরে জরিমানার ২৫ শতাংশ ৬২ হাজার ৫০০ টাকা অভিযোগকারী বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের কাছ থেকে বুঝে নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।