Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ বছর পর বাড়িতে ফিরল গৃহবধূ

রাজবাড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

রাজবাড়ির বালিয়াকান্দিতে স্বামীর বাড়ি থেকে হারিয়ে যাওয়ার ১৮ বছর পর গত রোববার সন্ধ্যায় বাড়িতে ফিরেছে এক গৃহবধূ। ওই নারীর নাম অজুফা বেগম (৪৮)। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের হাকিম শেখের মেয়ে।
জানা যায়, ১৮ বছর পূর্বে স্বামীর বাড়ি থেকে স্বামী, ৪ মেয়ে, ৩ ছেলে রেখে বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত ২৭ ডিসেম্বর অজুফার পিতা হাকিম শেখ মারা যান। বাবার মৃত্যুর ৭দিনপর স্মৃতিশক্তি হারা অজুফা বাড়িতে ফিরে আসে। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্বামী শমসের ফকিরের বাড়িতে ভীড় জমাচ্ছেন।
অজুফার ছেলে মো. আব্বাস আলী ফকির বলেন, আমার মা ১৮ বছর আগে আমাদের ৭ ভাই-বোনকে রেখে হঠাৎ করেই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। আমরা ধারনা করেছিলাম হয়তো মারা গেছেন। আমরা মায়ের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করার চিন্তা করছিলাম। আল্লাহ মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন।
অজুফার ছোট বোন আয়েশা বেগম হারিয়ে যাওয়া বোনকে চিনতে পেরে বুকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, হঠাৎ করেই নিখোঁজ হয়েছিল বোন। এখন ফিরে এসেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ