প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘বল ছাড়া তোকে’ শিরোনামে সঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মৌরীর কন্ঠে আসছে কামরুল হাসান সোহাগের লেখা নতুন গান। গানটির সুর করেছেন সুরকার শামীম মাহমুদ। কামরুল হাসান সোহাগ বলেন, গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ প্রেমকে কেন্দ্র করে লেখা।
গানটির ব্যাপারে শিল্পী সাদিয়া আফরিন মৌরী বলেন, খুব সুন্দর একটি গান লিখেছেন কামরুল হাসান সোহাগ ভাই। অসাধারণ সুর করেছেন শামীম মাহমুদ। তাদের সাথে কাজ করতে পেরে আমি ভীষণ রকম আনন্দিত। আশাকরি যারা রুচিসম্মত বাংলা গান ভালোবাসে, পছন্দ করে সেই সব শ্রোতাদের কাছে গানটি ভাল লাগবে।
গানটির সুরকার শামীম মাহমুদ বলেন, সকলের জীবনের একটা প্রিয় মানুষ আসে। সময়ের তালে অনেক সময় সেই মানুষটা হারিয়ে যায়। গান সেই স্মৃতি নিয়েই লেখা, গানটির দর্শক জনপ্রিয়তা অর্জন করবে বলে আমি আশাবাদী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।