Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় পুলিশসহ আহত১১

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ৮:৫৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে রোববার বিকেলে ১১ নং বড়মাছুয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জের ধরে হামলায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ১০জন গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো নৌকা সমর্থক মিজান মোল্লা (৩৫), জামাল কাজী (৫৪), রুবেল খা (২৫), মোতালেব (৬০), তুফান (২২), শামিম (২৫), ওয়ালিউল্লাহ (১৬) ও বিদ্রোহী প্রার্থীর সমর্থক আবুল কালাম (৬০), শাহাদাৎ হোসেন (২১) ও বড়মাছুয়া বাজারে দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্য সাকিল হোসেন (২৮) ও মোঃ রুবেল (৩০)। গুরুতর আহত জামাল কাজী, রুবেল খা, আবুল কালাম, শাহাদাৎ হোসেনকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত নৌকা সমর্থকরা জানান, রোববার বিকেলে নৌকার সমর্থকরা মটর সাইকেলযোগে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের বাড়ীর নিকটবর্তী ৫নং ওয়ার্ডে গণসংযোগের জন্য গাজীর চডানের(মাঠ) সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাদের ধাওয়া করে দুটি মটর সাইকেল পানিতে ফেলে দেয় ও কয়েকটি মটর সাইকেল ভাংচুর করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন হাওলাদার দাবী করেছেন যে, নৌকা প্রার্থীর সমর্থকরা তার বাড়ীতে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আ’লীগ মনোনীত নৌকা প্রার্থী আয়েশা আক্তার মনি মুঠোফোনে বার বার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, নির্বাচনী প্রচারণার জেরে হামলার ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ