Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করলেন এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ৬:৪১ পিএম

ভোলার লালমোহনে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দে আত্নহারা শিক্ষার্থীরা। রবিবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বছরের প্রথম দিনে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল শিক্ষার্থীদের মধ্যে সারাদেশে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া ছিল বর্তমান সরকারের চ্যালেঞ্জ। জননেত্রী শেখ হাসিনার সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করছেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকতারুজ্জামান মিলন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিরা।আলোচনা সভা শেষে লালমোহন
সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০২২ সালের নতুন বই বিতরণ করেন এমপি শাওন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ