Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিনেস বুক রেকর্ড : বরিশালের গৃহবধূ নিপার জন্য সংবর্ধনা আয়োজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১০:৩০ পিএম

৭১টি কয়েন দিয়ে এক মিনিটে এক হাতে টাওয়ার বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করায় বরিশালের গৃহবধূ নুসরাত জাহান নিপাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে মাওলানা ভাসানী পাঠাগারের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত নুসরাত জাহান নিপা ছাড়াও পাঠাগারের প্রধান উপদেষ্টা সমাজসেবক জীবন কৃষ্ণ দে, আইনজীবী সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তি, পাঠাগারের অর্থ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মিরাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ব রেকর্ড গড়ায় নিপাকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশে ঘরে বদ্ধ নারীর মুক্তির দিশা হিসেবে নিপা সবাইকে পথ দেখিয়েছেন। নিপার এই অর্জন সকলকে অনুপ্রেরণা জোগাবে।

করোনাকালে ঘরবন্দি জীবনে নতুন কিছু করার উদ্যম থেকেই এক হাত দিয়ে ধাতব কয়েনের উপর কয়েন সাজিয়ে টাওয়ার বানানোর চেষ্টা করেন নিপা। এ ধরনের একটি ভিডিও গত ২৪ সেপ্টেম্বর গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেন তিনি। ওই ভিডিও এভিডেন্স যাচাই-বাছাই করে গত ৩০ নভেম্বর রেকর্ড ব্রেকিং অর্গানাইজেশন ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ এক চিঠিতে নিপার আবেদন গ্রহণ এবং একই সাথে তিনি এখন ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইন টু এ টাওয়ার’ রেকর্ডের মালিক বলে জানিয়ে দেয়।

গত ২১ ডিসেম্বর ডাকযোগে ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইন টু এ টাওয়ার’ এর বিশ্বরেকর্ডের সার্টিফিকেট হাতে পান নিপা। তিনি বরিশালের রাজনীতিক দেওয়ান আব্দুর রশিদ নিলুর একমাত্র কন্যা এবং একজন ব্যাংকারের স্ত্রী। প্রসঙ্গত, নিপার আগে ২০১৫ সালে এক মিনিটে এক হাতে ৬৯টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ইতালির সিলভিও সাবা। ৬ বছর পর ইটালিয়ানের রেকর্ড ভেঙ্গে এখন ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইন টু এ টাওয়ার’ রেকর্ডের মালিক বরিশালের নিপা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ