Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা আক্রান্ত কয়েকজন বিচারপতি হাসপাতালে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মাসের শেষ দিকে তারা করোনা আক্রান্ত হন। গতকাল শনিবার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এ তথ্য। আক্রান্ত বিচারপতিদের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারপতি আ. ন. ম. বশিরউল্লাহ এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী রয়েছেন। তারা দু’জনেই রাজধানীর গ্রীণলাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আদালত সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, গত সপ্তায় হাইকোর্ট বিভাগের অন্তত : ৪ জন বিচারপতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গতকাল শনিবার বলেন, প্রথমোক্ত দু’জন বিচারপতি গত ২৮ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। টেস্টে তাদের কোভিড ধরা পড়ে। তাদের শারীরীক অবস্থা এখন ভালো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা আক্রান্ত

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ