Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালী চেম্বার অব কমার্সের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার প্রদান করা হয়েছে।
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর মিলনায়তনে বিদায়ী চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর। চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, নব-নির্বাচিত সভাপতি মো. গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সামসুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মো. মিজানুর রহমান মনির খান বিদায়ী সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম লেলিনসহ চেম্বার অব কমার্সের নব নির্বাচিত ও বিদায়ী কমিটির পরিচালনা পর্ষদ, সদস্য, ব্যবসায়ী বিভিন্ন পেশা নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ