Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ দিনেও গৃহবধূর সন্ধান মেলেনি : সন্তানের কান্নায় দিশেহারা পরিবার

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

গফরগাঁও উপজেলার পল্লীতে মোছা. দিলারা বেগম (২৮) নামে এক গৃহবধূ গত ১৯দিন ধরে নিখোঁজ রয়েছে। উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের মো. ইমরানের স্ত্রী। মো. সাগর মিয়া নামে দিলারার ৯ বছরের একটি ছেলে রয়েছে। সে ছয়বাড়িয়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। গত ১২ ডিসেম্বর দুপুর ১টার দিকে গৃহবধূ দিলারা বেগমের ছেলে মো. সাগর মিয়ার কাছে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই দিলারা বেগম নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর ১৯দিন অতিবাহিত হলেও এ রির্পোট লেখা পর্যন্ত গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে গতরাতে গফরগাঁও থানায় গৃহবধূর স্বামী মো. ইমরান সাধারণ ডায়েরি করেছে। মা নিখোঁজ হওয়ার পর থেকেই শিশু বাচ্চা সাগর মিয়া এখন মায়ের জন্য দিশেহারা হয়ে কান্নাকাটি করছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, গৃহবধূ নিখোঁজ হওয়ার বিযয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ