রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের সিংড়ায় দাদন ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ হয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকার সাধারণ মানুষ। দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিতে এই কর্মসুচী পালন করা হয়। এদিকে দাদন ব্যবসায়ীর হামলায় নারী সহ আহত ৮। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমেদ, দেদার হায়াত, শামিম হোসেন, আকবর আলী, হাসিনা বেগম প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় দাদন ব্যবসায়ীরা বিপদগ্রস্ত মানুষকে ধারদেনা দিয়ে উচ্চ সুদ আদায় করে মানুষকে সর্বশান্ত করছে। এতে করে সামাজিক বিশৃংখলাসহ পারিবারিক অশান্তি বাড়ছে। মানুষের মাঝে স¤প্রীতি নষ্ট হচ্ছে। এদিকে দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় গত ২৭ ডিসেম্বর আবুল হোসেন, এবায়দুল, সৌরভ, সাইদ, জামাল, নাইম, রাজ্জাক, নয়ন, নাহিদ, হানিফ সহ ১৫/২০জনের একটি দল, সাবেক ইউপি সদস্য সুলতান ও তাঁর সমর্থকদের মারপিটে আব্দুল হাই, খায়রুজ্জামান, নুরুজ্জামান, হেলেনা, শামিম, আতিকুল, আব্দুল মজিদ সহ ৮জন আহত হয়েছিল। তারই প্রতিবাদে গতকাল শনিবার ওই এলাকার দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করে শত শত নারী-পূরুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।