রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরে ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনাসভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ. কে. এম. এ আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি ও পিরোজপুর মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক, জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মুজিবুর রহমান খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজমীর হোসেন মাঝি।
এসময় সদর উপজেলার ইউনিয়ন সাবেক ও বর্তমান চেয়ারম্যান, বিসিএস ক্যাডার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল), ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সম্পাদক, কৃতি শিক্ষার্থী (প্রাথমিক ও মাধ্যমিক), সফল ইমাম, মাদরাসা ছাত্র, কৃষক, জেলে, সফল ব্যাক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্স দাতা ও খেলোয়ারদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।