Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

জননীর আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
পুঠিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে রাহেনা বেগম (৫১) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। গত শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সোহারাওয়ার্দী হোসেন বলেন, গত দেড় যুগ আগে রাজশাহী জেলার তানোর উপজেলার কাকনহাট এলাকায় তার বিয়ে হয়। বিয়ে পর তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়ি মধুখালীতে চলে আসেন। বেশ কয়েক বছর থেকে তিনি মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। অভাব অনটনের সংসারে মনকষ্টে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান। সকালে নিহত রাহেনা বেগমের ঝুলন্ত লাশ দেখে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


ফ্রি মেডিক্যাল ক্যাম্প
লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে উপজেলার ২ শতাধিক বিভিন্ন রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেয়া হয়। আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরের নেতৃত্বে ৭ জনের একটি চিকিৎসক দল দুই শতাধিক রোগীর চিকিৎসা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ কনক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মাস্টার, ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা তালুকদার প্রমুখ।


আবর্জনা দিলেই টাকা
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
নতুন বছরে পরিবেশ দূষণ রোধ ও সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করার লক্ষ্যে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায়, পৌরসভার আওতাধীন সকল এলাকা থেকে প্রতিবস্তা ব্যবহৃত অপচনশীল আবর্জনা জমা দিলে পাবেন ১শ’ টাকা। গতকাল পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আপনাদের স্ব স্ব এলাকার রাস্তা ঘাট, শিক্ষা, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল বর্জ্য একত্রিত করে রাউজান পৌরসভা বরাবর জমা দিলে প্রতি বস্তার জন্য এই সুবিধাটি ভোগ করতে পারবেন পৌরবাসী। বিশেষ এই সুযোগটি থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

মেকানিকের লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধায় বিশ্বজিৎ সরকার বিশ্ব (৪৭) নামের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিশ্বজিৎ গোবিন্দগঞ্জ উপজেলায় বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের সহকারী মেকানিক পদে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার লালপুর ইউনিয়নের আড়দিঘি এলাকার সাধন চন্দ্র সরকারের পুত্র।
গত শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ পৌরশহরের চাষকপাড়ার সার্থক ভিলা ভবনের নিচতলার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বাসার মালিক শিক্ষক মোস্তাফিজ জানান, গত বৃহস্পতিবার বিকাল থেকেই বিশ্বজিতের রুমে ভেতর থেকে দরজা লাগানো দেখেছি। শুক্রবার সকালেও দরজা বন্ধ দেখে ডাক দিয়ে সাড়া না পাওয়ায় বেলকুনি হয়ে পেছন দরজা দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ