বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে হত্যা পরবর্তী সহিংসতা। পুলিশ পরিচয়ে গভীর রাতে দরজা খুলে মালামাল লুটের অভিযোগ রয়েছে।
ইজ্জত হারানোর ভয়ে আতঙ্কিত নারীরা, অনিরাপদে বয়স্ক ও শিশুরা। ভোক্তভোগি রহমান,করিমন, সাবিহা,নিলা রানী ইনকিলাবকে অভিযোগ করে বলেন,গত শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিষয়ে গ্রাম্য দু-দলের সংঘর্ষের মাঝে পড়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা যায় নারানদিয়া গ্রামের মোহাম্মদ মাতুব্বর (৬৫) নামের প্রতিবন্ধী বৃদ্ধ।
এই ঘটনায় নিহতের ভাতিজা নুরুল ইসলাম মাতুব্বর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন সালথা থানায়।
এরপর থেকেই আসামীরা পলাতক রয়েছে। পুলিশ তাদের কে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আসামী পক্ষ পলাতক থাকায় এবং এর সুযোগ ব্যবহার করে কিছু অসাধূ লোক, আসামীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে যাচ্ছে।
এমনকি ২ লক্ষ /৩ লক্ষ টাকা প্রতি পরিবার থেকে চাঁদা চাওয়া হচ্ছে। এবং দলে ভেড়ার চাপ সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ বাড়ীতে থাকা নারীদের।
ভুক্তভোগি নারানদিয়া গ্রামের বাসিন্দা আফজাল মোল্যার স্ত্রী সুফিয়া বেগম ইনকিলাবকে জানান, তাদের বাড়িতে গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে ১০/১২ জনের একটি দল উঠানে দাড়িয়ে ডাকতেছে যে বাড়িতে কেউ আছেন।
তখন আমরা ভিতর থেকে তাদের পরিচয় জানতে চাইলে তারা পুলিশের লোক বলে পরিচয় দেয়। ঘরের দরজা খুলার সাথে সাথে হুড়মুড় করে ১০/১২ জন ঘরের মধ্যে ডুকে ড্রয়ারের টাকা গাঁয়ের অলংকার জোর করে খুলে নিয়ে যায়।
আমি বাধা সৃষ্টি করলে তক্তা দিয়ে বেধড়ক মারপিট করে আমাকে। একই গ্রামের হাচেন মাতুব্বরের স্ত্রী মনোয়ারা বেগম ইনকিলাবকে বলেন, আমাদের দেশীয় হাঁসের খামার থেকে প্রায় শতধিক হাঁস জোরপূর্বক নিয়ে যায় তারা।
এবং গরুর ঘরে গিয়ে গরু ছেড়ে দিলে আমরা চিৎকার দেই। পরে তারা গরু রেখে হাঁস নিয়ে চলে যায়। প্রায় প্রতিরাতেই দল বেধে প্রত্যেক আসামীর বাড়ি হানা দেয়।
মহিলারা ঘর থেকে বের হতে পারে না। সম্ভ্রাম হারানোর ভয়ে তারা এখন আতঙ্কিত। ছোট ছোট শিশুরা আতঙ্কিত ।
এব্যাপারে আর এক ভুক্তভোগি একই গ্রামের জালাল মাতুব্বর এর স্ত্রী চায়না বেগম সালথা থানায় ১৯ জন কে আসামী করে চাঁদাবাজির অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেছে।
তিনি অভিযোগে উল্লেখ করেছেন, তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দলে মিশতে চাঁপ সৃষ্টি করে। পরে তিনি তাতে রাজি না হলে বসত ঘরের যাবতীয় মালামাল লুটপাট করে করে নিয়ে যায়।
অপরদিকে, ঘটনা অস্বিকার করে নুরুল ইসলাম ইনকিলাবকে বলেন, আমার চাচাকে ওরা হত্যা করেছে আমি এই হত্যার বিচার চাইছি মাত্র।
আমি বা আমার দলের কোন লোক কোন আসামীর বাড়িতে যাচ্ছে না। কারো বাড়ি হামলাও করছে না। পরিবেশটাকে ঘোলাটে করতে তৃতীয়কোন পক্ষ হয়তো এটা করছে।
সালথা থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান গনমাধ্যম কে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।