Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে আবারো বাড়ছে করোনা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ৭:০৭ পিএম | আপডেট : ৭:৩৩ পিএম, ১ জানুয়ারি, ২০২২

কক্সবাজারে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। ২০২১ সালের শেষ দিনে শুক্রবার ৩১ ডিসেম্বর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৭০ জনের নমুনা টেস্ট করে ৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। বাকী ৪৬৫ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ৩১ ডিসেম্বর করোনা শনাক্ত হওয়া ৫ জন রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন রয়েছে।

এদিকে, গত ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত একটানা ৬ দিন কক্সবাজারে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এ ৬ দিনে নমুনা টেস্টের সকল রিপোর্ট নেগেটিভ ছিল।
এছাড়া, এর আগে আরো ৫ দিন যথাক্রমে গত ২১ ডিসেম্বর, ১৮ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ৪ ডিসেম্বর এবং ৩০ নভেম্বরও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা টেস্ট করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ