Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যাত্রীবাহী দুটি বাস উল্টে আহত অর্ধশতাধিক

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাক্ষণবাড়িয়া জেলা সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া মোড়ে যাত্রীবাহী দুটি বাস উল্টে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। কোচ দুটি বিশ্বরোড হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী ও মামুন পরিবহনের যাত্রীবাহী বাস আগে যাওয়ার প্রতিযোগীতায় নামে। কুট্রাপাড়া মোড় এলাকায় আসার একে অপরকে ধাক্কা দেয়। তখন বিকট শব্দে বাস দুটি সড়কেই উল্টে যায়। এতে নারী ও শিশুসহ উভয় কোচের অর্ধশতাধিক লোক আহত হয়। আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। বিশ্বরোড হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনা কবলিত কোচ দুটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ