Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ১০১ প্রাথমিক বিদ্যালয় ১৬০ সহকারী শিক্ষকের পদ শুন্য হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষাদান কার্যক্রম

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ৪:৪১ পিএম

কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন থেকে এ সমস্যা চলমান থাকলেও তার কোন সমাধান হচ্ছে না। এতে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছেন তেমনি বাড়তি চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছেন নিয়মিত শিক্ষকেরা। শিক্ষক সঙ্কটে থাকা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও এ নিয়ে বিরক্ত। বারবার উপজেলা শিক্ষা অফিসে ধরনা দিয়েও এ সমস্যার সমাধান হচ্ছেনা। তাই ক্ষুক্ক অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা প্রতিদিনের কার্যত্রম আর সময়মতো সিলেবাস সম্পন্ন শিক্ষা ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় ১৭৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৯৯৫২জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬০জন সহকারী শিক্ষক ও ১ জন প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। দীর্ঘ দিন ধরে বিদ্যালয়গুলোতে শিক্ষকের পদ শুন্য থাকায় ওই সব প্রতিষ্টানের প্রশাসনিক শৃঙ্খলাও ভেঙ্গে পড়েছে। শিক্ষক স্বল্পতায় মানসম্মত ফলাফলের দিক দিয়েও পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের। তারা বলেন, শিক্ষক স্বল্পতার কারনে নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীদের এমন ফলাফল। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এর সমাধান না নিলে আগামী দিনে উপজেলায় ভালো ফলাফল আসবে না। ওই বিদ্যালয় গুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্টানের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম। শিক্ষক সঙ্কটে পড়ে চরম ভোগান্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিদিনের পাঠদান কার্যক্রম চলছে কোনো রকম জোড়াতালি দিয়ে। উপজেলায় কিছু মহিলা শিক্ষক মাতৃত্বকালিন ছুটিতে থাকায় ও বিদ্যালয় সহকারী শিক্ষক দীর্ঘ দিন ধরে প্রশিক্ষণে থাকায় চলমান সঙ্কট আরো প্রকট হয়েছে। শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশের উপযুক্ত স্থান হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। কিন্তু প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শিক্ষক স্বল্পতায় হোঁচট খেতে হচ্ছে। শিক্ষক স্বল্পতায় থাকা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জানান, তাদের বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের ইচ্ছে মতো ক্লাস নিয়ে থাকেন। কোনো কোনো বিদ্যালয়ে অফিসের কাজের পাশাপাশি এক শিক্ষককে দু’টি ক্লাসে ও পাঠদান কার্যক্রম চালাতে হয়। তাই শিক্ষককেরা যেমন অতিরিক্ত কাজ আর পাঠদান কার্যক্রমে ক্লান্ত হচ্ছেন। তেমনি এক বা দুটি বিষয় সারা দিন পড়া নিয়ে শিক্ষার্থীরাও বিরক্ত হচ্ছে। আর এ কারনেই অনেক বিদ্যালয় খুদে শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে আগ্রহ হারাচ্ছে। ওইসব বিদ্যালয় সমাপনী পরীক্ষার ফলাফল ও আশানুরূপ হচ্ছে না। যেসব বিদ্যালয়ের ফলাফল ভালো হয়। তারাও আশানুরূপ ফলাফল অর্জন করতে না পারায় হতাশায় ভোগে।
অভিভাবকরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, শিক্ষক স্বল্পতার এমন বেহাল দশার কারনে শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকেরা। দ্রুত এ অবস্থার উওোরন না হলে শিক্ষার্থীদের মেধা বিকাশে এর ক্ষতিকর প্রভাব পড়বে ও কিছু কিছু শিক্ষক বদলী নিয়ে ব্যস্ত। ২১টি প্রধান শিক্ষক পদ নিয়ে রয়েছে চলমান মামলা।
অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: শহিদুল আলম জানান, আমার বিদ্যালয় শিক্ষকের ৭টি পদের ২টি পদ শৃন্য। তার ুমধ্যে আছে ৫ জন আবার এর ভিতরে একজন পিটিআইতে আছে। আমার বিদ্যালয় ২৫০ জন ছাএÑছাএী রয়েছে তাদের ক্লাশ করা ৪জন শিক্ষকের পক্ষে মোটেই সম্ভব নয়। জরুরি ভিক্তি শুন্য পদ গুলো শিক্ষক দেয়ার জন্য জোর অনুরোধ জানাছি।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, শিক্ষক সঙ্কটের বিষয়টি অবগত আছি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সহকারী শিক্ষক নেই সেগুলোতে শিগগিরই শুন্য পদে শিক্ষক দেয়া হবে। শুধু সামনে নিয়োগ পরিক্ষা আছে তা হলে আমরা একশত ভাগ সহকারি শিক্ষক পাবো। আর প্রধান শিক্ষক নিয়ে যে মামলা চলমান। তারা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক দাবী করছে। আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদ মর্যাদা দেয়া যাবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ