Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের সিনেমা নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

গত নভেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যান চিত্রনায়ক শাকিব খান। এখনও তিনি সেখানে আছেন। ইতোমধ্যে গুঞ্জণ ছড়িয়েছে, শাকিব যুক্তরাষ্ট্র থেকে সহসা ফিরছেন না। এর কারণ হিসেবে জানা যায়, তিনি সেখানের নাগরিকত্বর জন্য আবেদন করেছেন। এ জন্য তাকে বেশ কয়েক মাস থাকতে হবে। খবরটি নিয়ে শাকিব তেমন কিছু বলেননি। তবে তার ঘনিষ্ট এক নির্মাতা শাকিবের সেখানে অবস্থানের অন্য একটি কারণ জানিয়েছেন। তিনি জানান, শাকিব সেখানে আগামী ঈদের জন্য একটি সিনেমা নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী হিমেল আশরাফ। সিনেমাটির নাম জানা যায়নি। তবে নায়িকা হিসেবে শাকিব যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশী বংশদ্ভুত এমন কাউকে খুঁজছেন, যে কিনা ইংরেজির পাশাপাশি ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলতে পারে। তিনি জানান, সিনেমাটি শাকিবের প্রযোজনা সংস্থা থেকে নির্মাণের প্রস্তুতি নেয়া হলেও এর প্রযোজক বাইরের। তবে যুক্তরাষ্ট্রে সিনেমার শুটিংসহ আনুষাঙ্গিক কাজ করা অনেক কঠিন এবং ব্যয়বহুল। এজন্য সেখানে শুটিংয়ের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতিসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়, যা অত্যন্ত কঠিন একটি কাজ। অনুমতি পাওয়া এবং খরচ কুলিয়ে ওঠার মতো সামর্থ্য শাকিব বা তার প্রযোজকের রয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এত ঝক্কি ও খরচ কুলিয়ে উঠে সেখানে সিনেমা নির্মাণ করা দুরুহ ব্যাপার। শাকিব চেষ্টা করে যাচ্ছেন। আর যদি এমন হয়, লুকোচুরি করে শুটিং করবে, তবে তা সম্ভব নয়। করলেও তা থাইল্যান্ড বা মালয়েশিয়ায় শুটিং করার মতো হবে। এদিয়ে প্রচারণা চালাতে পারেন সিনেমাটি যুক্তরাষ্ট্রে নির্মিত হয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক সিনেমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ