প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লানা ওয়াচোস্কি পরিচালিত সাই-ফাই অ্যাকশন ফিল্ম। ‘বাউন্ড’ (১৯৯৬), ‘মেট্রিক্স’ (১৯৯৯), ‘দ্য মেট্রিক্স রিলোডেড’ (২০০৩), ‘দ্য মেট্রিক্স রেভোলিউশন’ (২০০৩), ‘ক্লাউড অ্যাটলাস’ (২০১২) ‘ভি ফর ভেনডেটা’ (২০০৬), ‘স্পিড রেসার’ (২০০৮) ওয়অচোস্কি পরিচালিত ফিল্ম।
টমাস অ্যান্ডারসন ওরফে নিও (কিয়ানু রিভস) নিয়মিত স্বপ্নে তার অতীতের কিছু ঘটনা দেখতে পায়। একবার এক কফির দোকানে টিফানির (ক্যারি অ্যান মস) সঙ্গে তার দেখা হয়, তার বিশ্বাস অতীতে পরিচিত ট্রিনিটিই এই টিফানি। এই সাক্ষাত নতুন সব ঘটনার সূচনা করে, নীল ক্যাপসুল গেলার পর তার সঙ্গে একজনের (ইয়াহিয়া আবদুল-মাতিন দ্য সেকেন্ড) সঙ্গে দেখা হয় যার কাছে তার সব জিজ্ঞাসার উত্তর আছে; আর তার মাঝে মরফিয়াসের (লরেন্স ফিশবার্ন) মিল খুঁজে পায় সে। যন্ত্রের সঙ্গে যুদ্ধে নিও ও ট্রিনিটির সম্ভাব্য মৃত্যুর পর তারা আবার মেট্রিক্সে ফিরে যায়, অনেক প্রশ্নের জবাব বের করতে হবে আরেকটি বিপর্যয়ের আগে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।