Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরজুড়ে যত আলোচিত ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ৭:১৬ পিএম | আপডেট : ৭:২০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২১

সারা পৃথিবীতেই এখন ওয়েব সিরিজ আর ফিল্মের জয়জয়কার। সেখানে বাংলাদেশ একটু পিছিয়ে শুরু করলেও একদম খারাপ করছে না। ২০২১ সাল জুড়ে দেশের দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ওটিটিতে মুক্তি পাওয়া সিরিজগুলো। ওটিটিতে চমক দেখিয়েছেন নির্মাতারা। তারা পরিপূর্ণ মেধা ঢেলে ওটিটি উপযোগী ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। একই সঙ্গে এই প্লাটফর্মে নতুন আঙ্গিকে জনপ্রিয়তা পান অনেক অভিনয়শিল্পী। আসুন দেখে নেয়া যাক কেমন ছিল ২০২১ সালের বাংলাদেশের ওয়েব দুনিয়া।


নেটওয়ার্কের বাইরে
এক ঝাঁক তরুণ তরুণীর সাগরপাড়ে ভ্রমণের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজ। হাসি আনন্দের মধ্যে হঠাৎ করে কয়েক বন্ধুর সমুদ্রে মৃত্যুর করুণ গল্প দিয়ে শেষ হয় সিরিজটি। তরুণ পরিচালক মিজানুর রহমান 'আরিয়ান' পরিচালিত ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, অর্ষা, তাসনুভা তিশা, তুষি, শরিফুল রাজ, জোনায়েদ বোগদাদী, খায়রুল বাসারসহ অনেকে।

মহানগর
আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর' ওয়েব সিরিজটি ছিল চলতি বছরের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ। এই সিরিজের প্রধান চরিত্র ওসি হারুন। এতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোশাররফ করিম। দর্শকদের হৃদয়ে দাগ কেটে গেছে মহানগর। মোশাাররফ করিম ছাড়া এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শাহেদ আলী সুজন, শ্যামল মওলা, খায়রুল বাশার, মোস্তাফিজুর নূর ইমরানসহ আরও অনেকে।

বলি
বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘বলি’। এ ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নতুন রূপে দেখা গেছে। শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় নির্মিত সিরিজটিতে আরও অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মৌসুমি মৌ, সোহেল মণ্ডল, সোহানা সাবা, সাফা কবির, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হক পলাশ, কাজী রোকসানা রুমা, নাসির উদ্দিন খান প্রমুখ।

লেডিস অ্যান্ড জেন্টলম্যান
মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'। নন্দিত অভিনেতা আফজাল হোসেন অভিনীত প্রথম ওয়েব সিরিজ এটি। সিরিজটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তাসনিয়া ফারিন, হাসান মাসুদ, নাদের চৌধুরীসহ আরও অনেকে। অতিথি শিল্পী হিসেবে চঞ্চল চৌধুরী অভিনয়ও সবার মনোযোগ কেড়েছে। এক জন নারীর প্রতি অবহেলা এবং নারীর এগিয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' বেশ প্রশংসা কুঁড়িয়েছে।

 

মরীচিকা
অভিনেতা আফরান নিশো তার অভিনয়ের জাদু দেখিয়েছন 'মরীচিকা' ওয়েব সিরিজে। সিয়াম আহমেদকেও খুঁজে পাওয়া গেছে নতুনভাবে। চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সব মিলিয়ে 'মরীচিকা' চলতি বছরের আলোচিত ওয়েব সিরিজ হিসেবে দর্শক মাতিয়েছে। 'মরীচিকা' পরিচালনা করেছেন শিহাব শাহীন।

 

কন্ট্রাক্ট
তানিম নূর এবং কৃষেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত 'কন্ট্রাক্ট' এ বছরের আলোচিত একটি ওয়েব সিরিজ। চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ অভিনয়ের জাদু দেখিয়েছেন এই সিরিজে। 'কন্ট্রাক্ট' এ আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, রওনক হাসান, শ্যামল মওলা ও জয়ন্ত চট্টোপাধ্যায়।

 

জাগো বাহে
'জাগো বাহে' সিরিজটি ৩টি পর্ব প্রচারিত হয়েছে। আলোচিত এই সিরিজের শব্দের 'খোয়াব' পর্বটি পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ, লাইটস-ক্যামেরা-অবজেকশন পর্বটি পরিচালনা করেছেন সালেহ অনীম এবং সুকর্ণ শাহেদ ধীমান পরিচালনা করেছেন বাংকার বয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তাফিজ নূর ইমরান, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

 

দ্য ডার্ক সাইট অব ঢাকা
পাঁচটি গল্প নিয়ে তৈরি এই ওয়েব ফিল্মটিও তৈরি করেন রায়হান রাফি, তবে একটি গল্প সাংবাদিক সিমিত রয় অন্তর পরিচালনা করেন। এ নির্মাণেও প্রশংসা অর্জন করেন রাফি। প্রশংসিত হয় নাজিফা তুষি ও তমা মির্জার অভিনয়। এতে আরও অভিনয় করেন শরাফ আহমেদ জীবন, মনোজ, খায়রুল বাসার, অপুসহ আরও অনেকে।

 

ঊনলৌকিক
পাঁচ পর্বের পাঁচটি গল্প নিয়ে ওয়েব সিরিজ ‘ঊনলৌকিক’। রবিউল আলম পরিচালিত ঊনলৌকিকের গল্প, নির্মাণ ও উপস্থাপনা এক অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে দর্শকদের। অলৌকিক গল্পকে বিশ্বাসযোগ্য করে পর্দায় উপস্থাপন করে দর্শককে চমকে দিয়েছেন নির্মাতা।

 

জানোয়ার
রাশেদ মামুন অপু সেরা অভিনয় করেছেন ওয়েব ফিল্ম ‘জানোয়ার’-এ। বছরের প্রথম দিকেই ছবিটি নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে। সত্য ঘটনার গল্প অবলম্বনে তৈরি ফিল্মটিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, এলিনা শাম্মি, রাহুল ও ফরহাদ লিমন। ছবিটি তৈরি করেছেন রায়হান রাফি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ