Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউপি নির্বাচন: যশোরে নৌকার অফিসে অগ্নিসংযোগ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ৭:০৪ পিএম | আপডেট : ৭:০৫ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২১

যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সদর উপজেলার রামনগর ইউনিয়নের ডহরসিঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরণের কোন দুর্ঘটনা না ঘটলেও অফিসটি পুড়ে ছায় হয়ে গেছে।

স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের দাবি, রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসটি পুড়ে যায়।

সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজনীন নাহার বলেন, র্নিবাচনী কাজ শেষ করে আমাদের দলের নেতাকর্মীরা রাত সাড়ে ১২টার দিকে বাড়ি চলে যায়। সকালে ওই ওয়ার্ডের সভাপতি আমার মোবাইলে ফোন করে নির্বাচনী অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার খবর জানায়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুনে অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। এ ঘটনায় বিএনপি-জামায়াত ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের দায়ী করেন তিনি। একই সাথে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতয়ালী থানা পুলিশ। এছাড়া ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ