বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অভ্যন্তরে দিনে দুপুরেই ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী। শুক্রবার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাইশা জান্নাত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান নূর বলেন, ভুক্তভোগী মাইশা জান্নাত কাজলা থেকে রিক্সা করে মুন্নুজান হলের দিকে যাচ্ছিলো। প্রতিমধ্যে প্যারিস রোডের পশ্চিম দিকে নীল কালারের একটি পালসার বাইকে করে দুজন এসে রিক্সা থামায়। এসময় ব্যাগ নিয়ে তারা দ্রুত গতিতে ক্যাম্পাস ত্যাগ করে।
ভুক্তভোগী মাইশা জান্নাত জানিয়েছেন, তার ব্যাগে মোবাইল, আইডি কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ঘটনাটি জেনেছি। আমরা আইনশৃঙ্খলা বাহীনিকে বিষয়টি এরই মধ্যে অবহিত করেছি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।