Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুয়ারিতেই প্রেক্ষাগৃহে আসছে ‘আরআরআর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:২৫ পিএম

ভারতে মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এরই মধ্যে শহীদ কাপুরের ‘জার্সি’ সিনেমার মুক্তি স্থগিত করা হয়েছে। ওমিক্রনের ছড়িয়ে পড়া এড়াতে দিল্লির সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দিয়েছে রাজ্যটির সরকার। এমন পরিস্থিতিতে ‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘আরআরআর’র মুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে বহুল আলোচিত সিনেমাটি নির্দিষ্ট সময়েই মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

গত বছরের ৩০ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে লকডাউনের কারণে শুট পরবর্তী কাজগুলি সম্পন্ন করা যায়নি। তবে এ বার এমন কোনো পদক্ষেপ করতে নারাজ সিনেমার নির্মাতারা। দর্শকদের আর অপেক্ষা না করিয়ে জানুয়ারীতেই প্রেক্ষাগৃহে এই সিনেমা আনতে চলেছেন তারা।

ভারতের ফিল্ম সমালোচক ও বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি তার টুইটে লেখেন, ‘ব্রেকিং নিউজ... ‘আরআরআর’ ৭ জানুয়ারি, ২০২২-এই আসছে... জানিয়েছেন এস এস রাজামৌলি... তারিখ আর পেছাবে না। ’

‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন বলিউডের অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

ভারতের সিনেমাপাড়ায় আলোড়ন সৃষ্টি করা এই মুভি মুক্তির আগে ৮০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যাচ্ছে। হিন্দি ছাড়া সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ