প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। যা আজ মুক্তি পাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। বগুড়ার পরে পর্যায়ক্রমে দিনাজপুর ও রংপুর শহরে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সিনেমাটির ক্রিয়েটিভ পরিচালক জুয়েল মাহমুদ।
জুয়েল মাহমুদ বলেন, ‘দিনশেষে আমরা তো বঙ্গবন্ধুর সূত্র ধরে দেশ প্রেমের গল্পটাই বলতে চেয়েছি। তাই দীর্ঘ পরিকল্পনা নিয়েই আমাদের প্রতিটি পদক্ষেপ। দেশে প্রপারলি সিনেমা প্রদর্শনের মতো হল রয়েছে মাত্র ২২টি। আমরা এই সবগুলো হলেই সিনেমাটি দেখাতে চাই পর্যায়ক্রমে। আমরা চাই যখন যে প্রেক্ষাগৃহে যাবো, যেন সেই জেলার সিংহভাগ মানুষ ছবিটি দেখার সুযোগ পায়। সেই ভাবনা নিয়েই বগুড়া থেকে শুরু করলাম।’
এদিকে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রথম পর্ব ‘চিরঞ্জীব মুজিব’। এই ছবিটিতে শুধু শিল্পীদের দুর্দান্ত অভিনয় আর নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করবে না, তাদের অতীত ইতিহাসেও ফিরিয়ে নিয়ে যাবে।’
বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী রোকনুজ্জামান ইউনুস রুবেল জানান, আজ (শুক্রবার) বিকেল ৩, সন্ধ্যা ৬ টা ও রাত ৯ টার দিকে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমা প্রদর্শিত হবে। এছাড়া শনিবার বেলা ১২ টা, বিকেল ৩ টা, সন্ধ্যা ৬ টা ও রাত ৯টার দিকে মধুবন সিনেপ্লেক্সে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা নিবেদিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর জীবনের ১৯৪৯ থেকে ১৯৫২ সাল; অর্থাৎ ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি।
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবার চরিত্রে খায়রুল আলম সবুজ ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামানসহ অনেকে। ইমন সাহার সঙ্গীত পরিচালনায় চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, কিরণ চন্দ্র রায়, কোনাল, নোলক বাবু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।