Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যপ্রাচ্যের ইসলামী ঐতিহ্য বজায় রাখুন!- প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:৩১ পিএম | আপডেট : ৬:৩২ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২১

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব মধ্যপ্রাচ্যের দেশগুলির প্রতি উপরোক্ত আহ্বান জানান। তিনি বলেন, অতি সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অতি উদার হওয়ার প্রতিযোগিতা দেখে আমরা এইসব দেশ থেকে ইসলামী ঐতিহ্য মুছে যাওয়ার আশংকা করছি। যেমন সংযুক্ত আরব আমিরাতে পাশ্চাত্যের অনুকরণে অবিবাহিত যুগলদের জন্য লিভ টুগেদার বৈধ করা, অমুসলিম নারী-পুরুষদের জন্য সিভিল ম্যারেজ ও সিভিল ইউনিয়ন বৈধ করা, মদ্যপানের উপর বিধি নিষেধ শিথিল করা, শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা ইত্যাদি। অন্যদিকে ইসলামের উৎপত্তিস্থল সঊদী আরবের পবিত্র নগরী মক্কার প্রবেশ দ্বার জেদ্দা শহরকে বিশ্বজনীন সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। যা মধ্যপ্রাচ্যের ২২টি দেশের উপর মন্দ প্রভাব ফেলবে। আমরা এইসব আত্মঘাতি সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য স্ব স্ব দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি, মধ্যপ্রাচ্যের সম্মান তার ইসলামী ঐতিহ্য লালনের জন্য, দুনিয়াবী সম্পদ বৃদ্ধির জন্য নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ