Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বিএনপির মানববন্ধন চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কর্মী আহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:০৮ পিএম

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র মানববন্ধন চলাকালে প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়েছেন যুবদল কর্মী মেহেদী হাসান বাপ্পী (৩০)। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরকে ভোটাধিকার হরণ দিবস আখ্যা দিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা সোয়া ১১টায় দলীয় কার্যালয়ের সামনে নগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে প্রতিপক্ষ তার উপর হামলা করে। জখম যুবদল কর্মী মেহেদী হাসান বাপ্পী নগরীর খানজাহান আলী মিরেরডাঙ্গা রং মিলগেট এলাকার মৃত আতাউল হকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, মানববন্ধন চলাকালে মেহেদী হাসান বাপ্পির সাথে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় প্রতিপক্ষের কালা বাবু ও আলতাফের। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে মেহেদী হাসান বাপ্পীর শরীরে দু’টি আঘাত করে। তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে দলের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় দুপুর দেড়টার দিকে। জখম যুবদল কর্মী মেহেদী হাসান বাপ্পি বর্তমানে সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুনের ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ